Showing posts with label দৈহিক মিলনের. Show all posts
Showing posts with label দৈহিক মিলনের. Show all posts

Sunday, July 24, 2016

যৌনাঙ্গাদির সংস্থান ও ক্রিয়া

যৌনাঙ্গাদির সংস্থান ও ক্রিয়া

অতঃপর স্থুল যৌন অঙ্গ সমূহের কিছু পরিচয় দেওয়া দরকার। এই পরিচয়খানিকটা দিয়ে না রাখলে কোন কথাই গুছিয়ে বলার বা বোঝার সুবিধা হবে না। যদিও নিজের নিজের গোপনাঙ্গের কথা সবারই জানা তবুও সবাই হয়ত সব কিছু স্পষ্টভাবে জানে না। নিজের চোখে দেখা আর বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখে জানা—এই দুয়ের মধ্যে অনেক পার্থক্য আছে।
পুরুষ ও নারী__ উভয়ের যৌনাঙ্গ সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা উচিত। তাতে দু’তরফ থেকেই অনেক অসুবিধা দূর হয়।
প্রথমে খুব সংক্ষেপে পুরুষের যৌনাঙ্গ সম্পর্কে বলা যাক। পুরুষের প্রধান যৌনাঙ্গ তার শরীরের বাইরে বেরিয়েথাকা পুরুষাঙ্গকেই বোঝায়। সংস্কৃত ভাষায় এর সুললিত সুন্দর নামও আছে অনেক, আবার বাংলা চলতি নামও আছে। সংস্কৃত নামের মধ্যে দুটি বহুল প্রচলিত নাম হলো, শিশ্ন, সাধনদন্ড। কিন্তু এর মধ্যে কোনটিরই তেমন প্রচলন নাথাকায় আমরা একে ঐসব নামে উল্লেখ না করে শুধু পুরুষাঙ্গ বা লিঙ্গ বলব।