কয়েকমাস আগে ভারতের তেলেঙ্গানা প্রদেশের হায়দরাবাদের অভিজাত শহুরে এলাকা বানজারা হিলসের বাসিন্দা হেমান্থা তার মেয়েকে বিয়ের কয়েকদিন আগে নিয়ে যান একজন প্লাস্টিক সার্জনের কাছে। তিনি ডাক্তারকে তার মেয়ের হাইমেনটি পুনস্থাপন করে দিতে বলেন।
তার মেয়ে ছিলেন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। হেমান্থা বলেন, আমি আমার মেয়েকে হাইমেনোপ্লাস্টি করাতে নিয়ে যাই এই ভয়ে যে, বিয়ের পর যদি তার স্বামী তাকে কুমারি না ভাবেন তাহলে তার দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে।
ওই শহরের ডাক্তাররা বলেছেন, হেমান্থা একাই নন বরং এমন অনেকে, বিশেষ করে ২০-৩০ বছর বয়সী অনেক নারী ৪০ মিনিটের ওই অপারেশনের মাধ্যমে তাদের ছিড়ে যাওয়া হাইমেন জোড়া লাগাতে এসেছেন তাদের কাছে।
সানশাইন হাসপাতালের প্লাস্টিক সার্জন ড. ভবানি প্রসাদ বলেন, তিনি এখন প্রতি বছর এমন ৫০টি অপারেশন করান। অথচ আগে এমন অপারেশন বছরে মাত্র দুই থেকে তিনটি করতেন।
তিনি বলেন, আমাদের সমাজে, অনেক নারীই মনে করেন দাম্পত্য জীবনে শুভ সুচনার জন্য হাইমেন অক্ষতা রাখাটা একটি জরুরি বিষয়। তাদের ধারণা, তাদের স্বামীরা যত আধুনিকই হোক না কেন, তারা তাদেরকে কুমারি হিসেবে পেতেই প্রত্যাশা করেন।
এই অপরেশন প্রক্রিয়ায় নারীদের জননাঙ্গে এক ইঞ্চির একটি ঝিল্লি সৃষ্টি করতে হয়। জননাঙ্গের আস্তরণ থেকে গৃহীত মাংসের ছাল থেকে এই ঝিল্লি সৃষ্টি করতে হয়। এই অপারেশনের পর তা দ্রুত সেরে উঠে এবং কোনো দাগ পড়ে না। অবশ্য, যদিও রোগীদেরকে অপারেশনের কয়েক সপ্তাহ পর পর্যন্ত কোনো ধরনের ব্যায়াম করতে নিষেধ করা হয়।
ডাক্তারদের তথ্য মতে, শুধু যারা বিয়ের আগে যৌনমিলন করেছেন এমন নারীরাই নন বরং যৌনমিলন ছাড়াও যাদের হাইমেন ছিড়ে গেছে তারাও এই অপারেশন করাতে আসেন। হাইমেন হলো নারী জননাঙ্গের প্রবেশ পথের পাতলা একটি পর্দা যা ভারি ব্যায়াম, দৌঁড়ঝাপ বা নাচানাচির কারণেও ছিড়ে যেতে পারে। আর প্রথমবার যৌনমিলনের সময়ও এই পর্দাটি ছিড়ে যায়। ঐতিহ্যগতভাবে একে নারীদের কুমারিত্বের চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়।
ডাক্তারার আরো জানান, ভেজাইনোপ্লাস্টি বা সন্তান প্রসবের পর নারীদের জননাঙ্গের মাংসপেশী সরু করার জন্য প্লাস্টিক সার্জারির চাহিদাও দিনকে দিন বেড়ে চলেছে। ৩৫ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে ভেজাইনোপ্লাস্টির চাহিদা বেড়ে চলেছে। সুচরিতা নামে ৪০ বছর বয়সী এক করপোরেট কর্মী বলেন, আমার স্বামী তার ডাক্তারের কাছে এই সার্জারির কথা শোনার পর আমাকেও তা করাতে বলেন।
- যৌন উত্তেজক ট্যাবলেটের থেকেও বেশি কার্যকর এই ৫টি খাবার, ট্যাবলেটের দিন শেষ!
- সামান্য ভুলের জন্য যৌনজীবন শুরুর আগেই শেষ হতে পারে! মিলনের সময় কী এই সমস্যা হয় আপনার?
- যে স্ত্রীরোগ মেয়েদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়!
- সাবধান! কনডম ব্যবহারের সময় এই ভুল কারণে হতে পারে ৪টি মারাত্মক রোগ!
- একটা ইনজেকশনের মাধ্যমেই জন্মনিয়ন্ত্রণের ঝামেলা থেকে মুক্তি পাবে পুরুষেরা
- পিরিয়ডের সময় প্রতি মাসে যে ৮ ভয়ংকর ভুল আপনি করছেন!
- সহবাসের পরও থাকবে অক্ষত যোনি!
- জেনে নিন, বিয়ের পরে মেয়েদের স্তন নরম হয় কেন ? বেশি টিপার ফলে নাকি অন্য কার
- পুত্র নাকি কন্যা সন্তান আসছে, জানা যাবে গর্ভবতী মহিলার রক্তচাপ থেকেই!
- মাত্র ৪ দিন খালি পেটে কিশমিশের পানি খান ! কেন খাবেন জানলে এখনই খাওয়া শুরু করবেন?
- কুমারিত্ব ফিরে পেতে প্লাস্টিক সার্জারি!
- জেনে নিন প্রাকৃতিক উপায়ে বীর্যে শুক্রানুর সংখ্যা এবং বীর্য ঘনত্ব বাড়ানোর পদ্ধতি!
- স্বামীর আগে স্ত্রীর বীর্যপাত ঘটানোর উপায়!! সারা জীবন কাজে লাগবে।ভাল লাগলে শেয়ার করবেন।
- প্রতিদিন ঘুমাবার আগে কি খেলে পুরুষাঙ্গ সারাজীবন শক্ত ও মোটা থাকবে । জেনে রাখুন সারা জীবন কাজে লাগবে !!
- জেনে অবাক হবেন, বীর্য মুখে নিলে যা হয়!
- যৌনাঙ্গে চুলকানি হওয়ার কারণ ও প্রতিকার!
- জেনে নিন নারীদের স্তনের আকৃতি নষ্ট হবার জন্য দায়ী যে ৬টি বদ অভ্যাস!
- যৌন মিলনের সময় আপনার সঙ্গিনী কি ব্যাথা পাচ্ছেন? সমাধান জেনে নিন
- প্রশ্নঃ আমি বাসর রাতে স্বামীর বীর্য পান করে ফেলি, এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি, এখন আমি কি করব?
- প্রতিনিয়ত যৌনসঙ্গম ডেকে আনতে পারে মৃত্যু!
- বিয়ের পর মেয়েদের পাছা চ্যাপ্টা হয়ে যায় কেন? জানলে আপনিও লজ্জা পাবেন!
No comments:
Post a Comment